মো: ছালাহ উদ্দিন, বার্সেলোনা, স্পেন: ২০ জুলাই মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে ‘কলকলিয়া সমাজকল্যান সংস্থা বার্সেলোনা’ কর্তৃক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব এবং সমাজসেবক সাইফুল ইসলাম শামীমকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আলী আসগরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব আঃ গনী।
এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ‘এসোসিয়েশন কুলতুরাল দে সুনামগঞ্জ এন ককাতালুনিয়া’ এর সভাপতি মনোয়ার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা সালাম, উপদেষ্টা কমিটির সদস্য ইলিয়াছ মিয়া, সম্মানিত সদস্য মতিউর রহমান, শাহীন মিয়া এবং সায়নাল আবেদীন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কলকলিয়া সমাজ কল্যান সংস্থার সভাপতি লিটন মিয়া, উপদেষ্টা বাছির মিয়া, কোষাধক্ষ শাহাবুদ্দীন, মইনুল, ফরিদ, রিপন, সাকির, শামীম, আবিদ প্রমুখ।
জনাব শামীম তাঁর বক্তব্যে বলেন, জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন সুনামগঞ্জ জেলার একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নের প্রচুর মানুষ ইউরোপের বিভিন্ন দেশে বাস করেন এবং যথেষ্ট পরিমান লোক অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত। বিত্তবান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে প্রবাসে অবৈধ অভিবাসীদের সমস্যা সমাধানে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান।