জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলিম ধর্মালম্বীদের টানা একমাস রোজা রেখে সৌদি আরবের সাথে মিল রেখে যুক্তরাজ্যে পালিত হয়েছে ঈদুল ফিতরের নামাজ।
৪ জুন মঙ্গলবার বিভিন্ন মসজিদ ও বড় বড় পার্কে ঈদের নামাজ আদায় করে। লন্ডনের ইষ্ট লন্ডন মসজিদ, ঐতিহ্যবাহী ব্রিকলেন মসজিদ, মাইলেন পার্ক, ভেলেন্টাইন পার্কসহ একাধিক জামাত অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে মোট জনসংখ্যার ৭.৭ শতাংশ মুসলমান টানা এক মাস সিয়াম সাধনার পর আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক নারী পুরুষের জন্য ছিল আল্লাহর নিয়ামত ও পুরস্কার।বিশ্বের সকল মুসলমানদের জন্য এবং সকল মানব জাতির সুখ শান্তির জন্য ঈদের এ নামাজের পর মোনাজাত করা হয়। বিভিন্ন মসজিদে এবং খোলা মাঠে হাজার হাজার মুসল্লীরা জামাতে নামাজ পড়ে শরীক হন। বাংলাদেশি মুসলমান সহ বিভিন্ন দেশের মুসলমানদের জন্য প্রবাসে বসবাস করেও এই দিনে ছিল যেন এক শান্তির আমেজ ও বার্তা।