জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: নানা চ্যালেঞ্জ পেরিয়ে যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার দৌঁড়ে টিকে থাকা ঋষি সুনাক ও লিজ ট্রাস এবার শোনোচ্ছেন প্রতিশ্রুতির বাণী। তারা দুজনই যুক্তরাজ্যের অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগে দুই প্রার্থীর প্রতিশ্রুতি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সংবাদমাধ্যম বিবিসি।
বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হওয়ার লড়াই জমে উঠেছে। একদিকে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। নানা ধাপ পেরিয়ে কনজারভেটিভ দলের নেতৃত্ব নির্বাচনের দৌড়ে এখন পর্যন্ত টিকে আছেন এ দুই প্রার্থী। চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি হওয়ার আগেই যুক্তরাজ্যর অভিবাসন প্রক্রিয়া ঠেকাতে কঠোর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।
চলতি বছর ১৪ হাজার মানুষ অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছে। এ অবস্থায় অবৈধ অভিবাসী প্রবেশ দেশটির অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে ঋষি সুনাক বলছেন, অভিবাসনের শর্ত আরও কঠোর করা হবে। দেশটিতে কতসংখ্যক অভিবাসী প্রবেশাধিকার পাবে সেটিও নির্ধারণ করে দেয়া হবে।
অন্যদিকে লিজ ট্রাস বলছেন, যুক্তরাজ্যের রুয়ান্ডা আশ্রয় পরিকল্পনা প্রসারিত হবে। সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হবে বলেও জানান তিনি।
অভিবাসন ছাড়াও যুক্তরাজ্যর বড় একটি সমস্যা অতিরিক্ত কর। দেশটির কর কমাতে তাৎক্ষণিক ৩ হাজার কোটি পাউন্ডের প্রতিশ্রুতিও দিয়েছেন লিজ। তবে সুনাক বলছেন, কর কমাতে তাৎক্ষণিক এ পদক্ষেপ হিতে বিপরীত হতে পারে, যা ক্রমবর্ধমান মূদ্রাস্ফীতিকে আরও বাড়িয়ে তুলতে পারে।
কনজারভেটিভের ১ লাখ ৬০ হাজার সদস্য এখন ভাগ্য নিয়ন্ত্রক এই দুই প্রতিদ্বন্দ্বীর। তারাই বেছে নেবেন ব্রিটেনের আগামীর প্রধানমন্ত্রীকে। তবে এ জন্য অপেক্ষা করতে হবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।