প্রেস বিজ্ঞপ্তি: ডিসট্রেসড চিলড্রেন এ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) দীর্ঘ দিন ধরে যৌথ উদ্যোগে শিশুশ্রম রোধ, শিশু অধিকার সুরক্ষা ও অন্ধত্ব নিবারণের লক্ষ্যে বাংলাদেশে সহ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন।
দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা থেকে ডিসিআই অনুধাবন করেছে যে, এ কাজে অসংখ্য দুস্থ শিশুদের জন্য সমাজের বিত্তবানদের অধিকহারে সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন। সেজন্য ডিসিআই সমাজের বিত্তবানদের কাছে যাকাত প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানিয়েছে। তাদের প্রদত্ত যাকাত এর অর্থ দিয়ে অসহায় ও এতিম শিশুদের জন্য নিরাপদ আবাসস্থল নির্মাণ, অসংখ্য শিশুকে শিশুশ্রম থেকে অব্যাহতি প্রদান এবং সুবিধা-বঞ্চিত শিশুদের জন্য চক্ষু সেবা নিশ্চিত করা হবে।
আপনার যাকাতের অর্থ নিম্নলিখিত বিকাশ, মানি অর্ডার এবং ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করতে পারবেন।
১। বিকাশ একাউন্ট- ০১৭২৮-৬৪২২০৪
২। মানি অর্ডার ঠিকানা:
আরএসসি-ডিসিআই যাকাত ফান্ড,
বাসা নাম্বার: ১৬৭ (৩য় তলা),
রোড নাম্বার: ০৩,
মোহাম্মদী হাউজিং লিমিটেড,
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
৩। ব্যাংক একাউন্ট নাম্বার:
রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)
একাউন্ট নাম্বার: ০১০০০০৭৪০০৬১১
জনতা ব্যাংক লিমিটেড
মোহাম্মদপুর কর্পোরেট শাখা
আসাদ এভিনিউ
মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
রাউটিং নাম্বার: ১৩৫২৬৩৩৪১
সুইফ্ট কোড: JANBBDDHMPD.
উল্লেখ্য, আরএসসি বাংলাদেশ এনজিও বিষয়ক ব্যুরো ও সমাজসেবা অধিদপ্তর কর্তৃক রেজিস্ট্রেশনকৃত একটি অলাভজনক সংস্থা