আক্কাস আল মাহমুদ হৃদয়, বুড়িচং: কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবস্থিত মোশাররফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের নবীণ বরন ও অভিভাবক সমাবেশ উপলক্ষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৯ সেপ্টেম্বর শনিবার বিকেলে মোশাররফ খান চৌধূরী বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে প্রায় ৩ হাজারেরও অধিক ছাত্র-ছাত্রী, অভিভাবক ও অতিথির উপস্থিতিতে জাকজমকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধূরী, উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সম্রাট খীসা, ভারপ্রাপ্ত ওসি শাহজাহান কবির, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবু তাহের, কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ খান চৌধুরী, কলেজের হিতৈষী সদস্য ফয়জুন্নাহার চৌধুরী।
কলেজ পরিচালনা পর্যদ এর সভাপতি মো: মাহাবুব হোসেনের সভাপতিত্বে ও শিক্ষকদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও ডিএমএল গ্রুপের চেয়ারম্যান মতিন এমবিএ। কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও শিক্ষক নেতা, ফকির বাজার স্কুল এন্ড কলেজের সভাপতি অধ্যক্ষ মো: আলী চৌধুরী মানিকসহ অভিভাবক, শিক্ষক শিক্ষার্থী ও এলাকার সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই পৃথিবীতে যত মহান ব্যক্তি আছে সকলেই অনেক পরিশ্রম এবং বহু বাধাঁ অতিক্রম করে আজ তারা সবার কাছে বিখ্যাত। তাই তাদের জীবনী বই বেশি বেশি করে পড়তে হবে। তাহলেই মনের মধ্যে বড় হওয়ার স্বপ্ন দেখা শুরু হবে। তিনি আরো বলেন, বর্তমান সমাজে ক্যান্সার নামে একটি রোগ আমাদেরকে আক্রমন করছে তা হলো মাদক। এ মাদক নিমূল করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকরা আরো সচেতন হতে হবে। ওইসব মাদক ব্যবসায়ীদেরকে ক্রস ফায়ায় দিয়ে মেরে ফেলা উচিত বলে তিনি মন্তব্য করেন। তিনি প্রশাসনকে কঠোর নির্দেশনা প্রদান করে বলেন, কারো সুপারিশ বা তদারকিতে মাদক ব্যবসায়ীরা যেনো ছাড় না পায়। শিক্ষাঙ্গনে যেনো বহিরাগত সন্ত্রাসীরা প্রবেশ না করতে পারে সেদিকেও নজর রাখতে হবে।
সর্বশেষে অভিভাবদের উদ্দেশ্যে বলেন, ছেলে মেয়েদের সামনে মা বাবা যেন ঝগড়া না করে তাদেরকে বিভিন্ন শিক্ষামূলক উদাহরণ দিয়ে অনুরোধ করেন। মোশাররফ খান চৌধুরী আমাদের এলাকার সন্তান। সে আমেরিকা থেকে টেক্সি চালিয়ে আমাদের সহযোগীতায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হয়েছে। আজ তারা দ্বারায় আলোকিত সমাজ গঠন হচ্ছে। যেনো এই দ্বারা অব্যহত থাকে তাকে আমরা বিভিন্নভাবে সহযোগীতা করতে হবে।