প্রবাস মেলা ডেস্ক: ১৫ জুন ২৯২২, বুধবার,সন্ধ্যা ৭টায় নিউইয়র্ক সিটির ৪০-১২ বেল ব্রলবাডএ একটি রেস্টুরেন্টে মুলধারার ক্লিনটন ডেমোক্রেটিক ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়।
ক্লাব প্রেসিডেন্ট চক আলবান্স এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক মালিনি শাহ। এতে বক্তব্য রাখেন নিউইয়র্ক সিটি কাউন্সিল এর সাবেক কাউন্সিলম্যান সিডিসির সিনিয়র প্রেসিডেনট পল ভ্যালন , কুইন্স ব্যোরো প্রেসিডেনট ডনোভান রিচার্ড, ইউএস কংগ্রেস নিউইয়র্ক ডিস্ট্রিক্ট-৩ প্রার্থী জন কায়ম্যান ও রভাড ম্যাকনামার, কুইন্স সিভিল জাজ প্রার্থী ক্যারেন লিন ও এটনী থমাস ওলিভার, কুইন্স ডিস্ট্রিক্ট এটনী মালিন্ডা কেটস, নিউইয়র্ক ট্রেট সিনেটর জন লু ও নিউইয়র্ক ষ্টেট সিনেটর টবি ষ্টেইনভ্যানসিকী, নিউইয়র্ক ট্রেট এসেম্বিমেম্বার এড ব্যাইনষচীন। যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা ও সিডিসি বোড অব ট্রাষ্টী সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সিডিসি বোড অব ট্রাস্টি দেলওয়ার মানিক, সিডিসি সদস্য সুমন মানিক এবং অন্যান্য কমিউনিটির নেতৃবৃনদ অংশ নেন।