শামছুজ্জামান নাঈম, কুয়ালালামপুর, মালয়েশিয়া প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে বাজে মন্তব্য করায় আসাদুজ্জামান আসাদ ওরফে পংপং নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ।
সোমবার রাত ১১ টায় কেপং থানা পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেন বিএনপির মালয়েশিয়া শাখার প্রকাশনা বিষয়ক সম্পাদক মামুন বিন আব্দুল মান্নান। আসাদ পংপং গত কয়েক দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন। বেশকিছু আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও অশালীন মন্তব্য করেন আসাদ পংপং। গত সপ্তাহে ক্রিকেটার নাসিরের কথিত প্রেমিকা শুভাকে নিয়ে লাইভে এসেও অনেক বাজে মন্তব্য করেন। সম্প্রতি ফেইসবুক লাইভ সিলেটের মেয়েদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। এছাড়া বিভিন্ন সময়ে কারণে অকারণে লাইভে এসে অশ্লীল ভাষায় রাজনৈতিক নেতা সেলিব্রেটি ছাড়াও যাকে তাকে গালাগালি করেন পংপং। এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠে। তাকে গ্রেপ্তারের দাবি জানায় প্রবাসীরা। এ মামলায় মালয়েশিয়া পুলিশ আসাদুজ্জামান আসাদ ওরফে পংপংকে সোমবার রাতে তার বাসা থেকে গ্রেফতার করে। তাকে কোর্টে তোলা হবে বলে জানা গেছে। আসাদ পংপংয়ের বাড়ি বরিশালে বলে জানা গেছে। তিনি দীর্ঘদিন ধরেই মালয়েশিয়া প্রবাসী। তিনি বিভিন্ন সময়েই ফেসবুক লাইভে এসে নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় আসেন।