রফিক আহমদ খান, কুয়ালালামপুর, মালয়েশিয়া: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের বিদায়ী ডিফেন্স এডভাইজার এয়ার কমোডর মো. হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএসওএম নেতৃবৃন্দ।
মালেয়শিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের কেন্দ্রীয় সংগঠন “বাংলাদেশী স্টুডেন্টস অর্গানাইজেশান মালেয়শিয়া (বিএসওএম)” মালেয়শিয়াতে অবস্থানরত বাংলাদেশি সকল শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা প্রদান ও বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্ট, খেলাধুলা ওয়ার্কশপসহ ইত্যাদিতে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রোববার বিএসওএমের প্রতিনিধি দল বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স এডভাইজার এয়ার কমোডর মো. হুমায়ুন কবিরের সাথে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। বিএসওএম নেতৃবৃন্দ মালেয়শিয়াতে বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসময় এয়ার কমোডর মো. হুমায়ুন কবির বিএসওএম প্রতিনিধিদের আস্বস্ত করে বলেন, “বাংলাদেশ হাইকমিশন সর্বদা মালেয়শিয়ায় অবস্থানরত শিক্ষার্থীদের সর্বিক সহযোগিতা প্রদান করতে বদ্ধপরিকর সেই সাথে তিনি বিএসওএমের অগ্রযাত্রা ও সার্বিক উন্নতি কামনা করেন।”
বিএসওমকে সর্বদা পরামর্শ ও সহযোগিতা প্রদান করায় হুমায়ুন কবিরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিএসওএমের সভাপতি ইব্রাহীম হক চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মামুন আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি ফয়সাল বিন মাহাবুব, মুনতাসির হোসেন, কোষাধ্যক্ষ আবিদুল হক প্রমুখ।