মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: আজ ৭ জুলাই ২০১৮ শনিবার সকাল ৬ ঘটিকায় মালদ্বীপে হিন্নাভারু এক দ্বীপে নাছির উদ্দীন (৩২) নামে এক প্রবাসী বাংলাদেশি হৃদয় রোগে আক্রান্ত হয়ে তার নিজ রুমে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন) ৷
জানা যায়, তার দেশের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া বাঞ্ছারাপুরে। তিনি পরিবারের মায়া ত্যাগ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হতে গত ৬ বছর আগে বিদেশে পাড়ি জমান । টাকার জন্য জীবনের খুশির মুহূর্তগুলোকেই বেচেঁ দিলো পরবাসে। তাও আবার কতই না অল্প দামে দীর্ঘ প্রবাস জীবনে যখন নিজের ইচ্ছা ভালো লাগার মুহূর্তগুলো হারিয়ে গেল ৬ বছর । সোনালী দিনগুলো কোথায় চলে গেল তীর বেগে আঘাতে লন্ডভন্ড করে দিলো সেই স্বপ্নগুলোকে, যে স্বপ্ন ছিল দেশে গিয়ে প্রিয়জনদের সাথে সুখে থাকব অথচ কি ভাগ্য সেই স্বপ্ন হলোনা পূরণ ৷ দেখা হলোনা আর পরিবারের সাথে। মালদ্বীপেই তাকে দাফনের ব্যবস্থা করা হবে বলে জানা গেছে ৷