মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপের রাজধানী মালে কার্নেভালে ল্যাভেন্ডার রেস্টুরেন্টে ২৪ মে ২০১৯ শুক্রবার মালদ্বীপে বন্ধু মহল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বন্ধু মহলের সভাপতি গাজী সাদেক হোসেনের সভাপতিত্বে প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক বাউল আক্কাসের সঞ্চলনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলোয়াত, তর্জমা দোয়া ও মোনাজাত করেন মোঃ শামসুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলা ব্যবসায়ী সমিতি ও প্রবাসী বাংলা শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোখলেছুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, মোঃ হোসেন সুমন, মনির হোসেন, আব্দুল কুদ্দুছ, মোহাম্মদ হোসেন, আলী আহম্মেদ প্রমুখ।
প্রবসী বন্ধু মহলের সিনিয়র সহ-সভাপতি নুরে আলম ভুইয়া, সহ-সভাপতি সুজন ভুইয়া, সাধারণ সম্পাদক সুমন হোসেন, যুগ্ম-সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক খান, সহ-সাংগঠনিক সাদেক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিস মাল, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মোজাফফর, প্রচার সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক সোহেল বেপারী, ধর্ম সম্পাদক লোকমান ভুইয়া, সদস্য মিজান মোল্লা শরিফুল ইসলাম, মোঃ মামুন হুমায়ুন খান।
প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জনাব মোখলেছুর রহমান আখন্দ বলেন, প্রবাসে সহস্র কষ্ট-যন্ত্রণার মাঝেও আপনার ভাই বন্ধু আত্মীয় নিয়ে মিলেমিশে একটু ভালোভাবে আনন্দে থাকা, অসহায়দের পাশে থাকা সত্যিই প্রসংসার যোগ্য, তাতে আমি অনেক খুশি হয়েছি। আমি দোয়া করি প্রবাসী বন্ধু মহল আপনারা দীর্ঘজীবী হোন, আপনাদের বন্ধু মহলের সম্মান যেনো বজায় থাকে।
তিনি বলেন, আপদ-বিপদ থাকতেই পারে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যে স্থানেই থাকুন না কেনো সকলে যদি একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমাদের কোন বিপদ নেই ইনশাল্লাহ। আজকের এই প্রোগ্রাম থেকে আমরা সকলে ওয়াদা করি আমরা যেনো সকলে সকলের সাথে ভ্রাতৃত্ব আর ভালোবাসার বন্ধনে একে অন্যের সহযোগীতায় নিজেকে নিয়োজিত রাখতে পারি ৷ যদি আপনাদের কোন প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন সর্বাত্মক চেষ্টা করবো সকল বিষয়ে ইনশাআল্লাহ।
সভাপতির বক্তব্যে গাজী সাদেক হোসেন বলেন, প্রবাসে বন্ধু মহল যেনো সর্বদা একত্র, পরস্পর ভ্রাতৃত্ব, সহযোগীতা সহ মর্মিতার মাধ্যমে যেনো নিজেদের তথা প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সকলে দোয়া করবেন। পরিশেষে, উক্ত ইফতার ও দোয়া মাহফিলে ব্যস্ততার মাঝেও সকলের উপস্থিত হওয়ার জন্যে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শ্রমিক, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ মালদ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা উপস্থিত ছিলেন। ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাতে বিশ্বের সকল মুসলিম ও দেশ-বিদেশের সকল মুসলিম প্রবাসীদের শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।