মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: সারা বিশ্বে বাউলগান ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন আমাদের দেশের প্রবীণ বাউল সাধক শিল্পীরা। মালদ্বীপ তিলাফুশী দ্বীপে সোনার বাংলা শিল্পীগোষ্ঠী নিয়ে প্রবাসীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩০ আগস্ট ২০১৮ মালদ্বীপের তিলাফুশী নামে এক দ্বীপে নালাহিয়া কোম্পানীর প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক বিশাল সাংস্কৃতিক আনন্দের মেলা আয়োজন করেন। মালদ্বীপস্থ সোনার বাংলা শিল্পীগোষ্ঠীর অসাধারণ গানের সুরে সুরে হাজারো বাংলা গান ভক্তদের গানে গানে মাতিয়ে তুলে। একে একে বিভিন্ন গানের মাধ্যমে অনুষ্ঠান এগিয়ে চলে। সার্বিক সহযোগীতায় ছিলেন ফয়সাল, ফকুর উদ্দীন, আজিম ওয়াহিদ, সেলিম, সামসুল সহ আরো অনেকে ৷ প্রবাসীরা হাজার কষ্টের মাঝেও আনন্দ উপভোগ করেন এই সোনার বাংলা শিল্পীগোষ্ঠী দ্বারা ৷ দুর দুরান্ত থেকে আগত হাজারো প্রবাসীরা রাতভর উপভোগ করেন এই বাউল সাংস্কৃতিক অনুষ্ঠান ৷