মনির হোসেন, মালে, মালদ্বীপ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের অর্জিত আন্তর্জাতিক স্বীকৃতি, সাফল্য ও পুরস্কার, গৃহীত উন্নয়ন কার্যক্রম, সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরতে উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মালদ্বীপ ভিলাবং স্কুলে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার আয়োজন করা হয়।
৫ অক্টোবর শুক্রবার বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উদযাপিত হয় ৷
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব ৷ মেলায় স্টলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সকলের মাঝে তুলে ধরা হয় ৷
সরকারের ১০ বছরের সাফল্যগাথা উন্নয়ন চিত্র আর জমকাল সব অনুষ্ঠান মেলাকে করেছে প্রাণবন্ত। সবশেষ নীলদরিয়া শিল্পীগোষ্ঠীর পরিবেশন মেলাকে ভিন্ন মাত্রা এনে দেয় ৷