মনিরুজ্জামান মনির, মালে, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত রিয়ার এডমিরাল আখতার হাবীব এর হাতে ‘প্রবাস মেলা’ পত্রিকা।
১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসে পত্রিকা তুলে দেন মালে (মালদ্বীপ) প্রতিনিধি মনিরুজ্জামান মনির। এসময় অন্যান্যের মধ্যে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব টি.কে.এম মোশফেকুর রহমান ও দূতালয়ের প্রধান জনাব ড.হারুন অর-রশিদ উপস্থিত ছিলেন।