শিবব্রত গুহ, কোলকাতা, ভারত থেকে: ৩ এপ্রিল ২০২১, শনিবার ভোরবেলা মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে মারা গেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা-পরিচালক তারিক শাহ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি।
জানা যায়, বিগত ২ বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তারিক। ডায়ালিসিসও চলছিল তার। দিন দু’য়েক আগে অভিনেতার অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মুম্বাইয়ের ইয়ারি রোডে শেষকৃত্য হয়েছে তার।
মুম্বাইয়ের এক বিখ্যাত পাপারাৎজি তার টুইটারের মাধ্যমে তারিকের মৃত্যুর খবর সামনে আনেন।
তিনি লেখেন, ‘দুঃখের খবর। কড়ওয়া সাচ ধারাবাহিক এবং জনম কুন্ডলি সিনেমা খ্যাত অভিনেতা-পরিচালক তারিক শাহ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হলেন। অভিনেত্রী সোমা আনন্দের স্বামী তিনি’।
প্রসঙ্গত, বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তারিক। ‘জনম কুন্ডলি’, ‘বাহার আনে তাক’-এর মতো একাধিক সিনেমার পরিচালনা করেছেন এবং ‘কড়ওয়া সাচ’ নামে একটি ধারাবাহিকও পরিচালনা করেন তিনি। এ ছাড়াও একাধিক সিনেমায় অভিনয় করেছেন।