প্রবাস মেলা ডেস্ক: ১০ নভেম্বর ২০১৮ মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এনআরবি কমার্শিয়াল ব্যাংক আগ্রাবাদ শাখায় দিনব্যাপী ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক জনাব এস এম রবিউল হাসান উপস্থিত থেকে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে দিক নির্দেশনা দেন।
এসময় এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী মো: তালহা, আগ্রাবাদ শাখা প্রধান জনাব সৈয়দ মাহবুবুল হক, ব্রাঞ্চ অপারেশন্স এবং কন্ট্রোল বিভাগের প্রধান এআইএম মোস্তফা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ট্রেনিং-এ ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাগণ অংশ নেন। ডেপুটি ক্যামেলকো জনাব কবির আহমেদ উক্ত ট্রেনিং প্রোগ্রামটি পরিচালনা করেন।