প্রবাস মেলা ডেস্ক: আমেরিকা প্রবাসী শ্রমজীবি মানুষ মোশাররফ হোসেন খান চৌধুরীর অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে নিজ জেলা কুমিল্লায় শিক্ষার আলো জ্বালাতে তৈরি করেছেন একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান। নিজ নামে প্রতিষ্ঠা করেছেন মোশাররফ হোসেন খান বিশ্ববিদ্যালয়। যে বিশ্ববিদ্যালয়টি ইতিমধ্যেই ২০০৯-২০১৪ সাল পর্যন্ত শিক্ষা বোর্ডের সেরা ১০টি তালিকায় স্থান পেয়েছে।
প্রবাসে অত্যন্ত কষ্টে অর্জিত অর্থ দিয়ে তিনি শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালাতে চান। তিনি প্রবাসে ট্যাক্সিক্যাব চালিয়ে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে বিলাসিতা না করে ভবিষ্যত প্রজন্মকে মানুষ করার উদ্যোগ গ্রহণ করেছেন। আর সে কারণেই মাদার তেরেসা স্মৃতি পরিষদ তাকে মাদার তেরেসা গোল্ড মেডেল দিয়ে তার ভালো কাজের স্বীকৃতি দিলেন।
১৩ জুলাই ২০১৯ শনিবার বিকাল ৫টায় বিজয়নগরস্থ অর্নেট ইন্টারন্যাশনাল হোটেলের সেমিনার কক্ষে মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন ও বেঙ্গল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনায় তিনি এ পদক পান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা লায়ন মাসুদুর রহমান। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধার সৈয়দ দিদার বখ্ত। উদ্বোধনী বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, ক্যান্সার বিশেষজ্ঞা ডাঃ এম এ তাহের জামাল, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ডাঃ মোঃ আব্দুস সাত্তার, সংগঠনের মহাসচিব আতিকা ইয়াসমিন, পরিচালক মোঃ রাসেল। স্বাগত বক্তব্য রাখেন জামাল হোসেন চৌধুরী।
মাদার তেরেসা গোল্ড মেডেল পদক প্রাপ্ত আমেরিকা প্রবাসী মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত মানুষকে ভালোবাসতে চাই এবং মানুষের জন্য কাজ করতে চাই। তিনি আরো বলেন, আমি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছি একারনেই যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোন শিশু অশিক্ষিত থাকবে না সেদিনই আমার স্বপ্ন পূরণ হবে। তিনি সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।