প্রবাস মেলা ডেস্ক: কয়েকদিন ধরেই গুঞ্জন শুরু হয়েছে যে, ভারতের পশ্চিমবঙ্গে মন্ত্রিসভার রদবদল হতে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ১ আগস্ট ২০২২, সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন, ৩ আগস্ট ২০২২, বুধবার মন্ত্রিসভার পরিবর্তন হতে চলেছে।
মুখ্যমন্ত্রী বলেন, সাধন পাণ্ডে মারা যাওয়ার পর এখন পর্যন্ত ক্রেতা সুরক্ষা দফতর ফাঁকা। পার্থ চট্টোপাধ্যায় জেলে আছেন। তিনি অনেকগুলো দফতর সামলাতেন। পাশাপাশি সুব্রত মুখোপাধ্যায় মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত পঞ্চায়েত দফতর ফাঁকা পড়ে আছে। তাই আমরা খুব তাড়াতাড়ি এই দফতরগুলোর মন্ত্রী নিয়োগ করবো।
আগামী পরশু অর্থাৎ বুধবার বিকেল ৪টার দিকে একটি ছোট মিটিং করে এই কাজ সম্পন্ন করা হবে বলে জানান তিনি। মমতা বলেন, চার থেকে পাঁচজন মন্ত্রী বাদ যাবেন। তাদের দলের কাজে লাগানো হবে। অপরদিকে পাঁচ থেকে ছয়জন নতুন মুখ আনা হবে।
এছাড়াও তিনি আরও জানান, রাজ্যে ৭টি নতুন জেলা তৈরি হবে। মুর্শিদাবাদে কান্দি ও বহরমপুর, নদীয়ায় রানাঘাট, বাঁকুড়ায় বিষ্ণুপুর, দক্ষিণ ২৪ পরগনায় সুন্দরবন, উত্তর ২৪ পরগনায় ইছামতি এবং বসিরহাটে একটি নতুন জেলা ঘোষণা করা হবে।