কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: মদিনা শরীফে ৩ প্রবাসী বাংলাদেশি নিহত ও ২ জন আহত হয়েছেন।
জানা যায়, মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা শরীফ ফেরার পথে সোমবার বিকাল ৫ ঘটিকায় মদিনা থেকে ৭০ কিঃমিঃ দূরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৩ জন বাংলাদেশি নিহত হয়েছে। মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দূর্ঘটনার কবলে পড়ে বলে প্রাথমিকভাবে জানা যায়।
আহত অবস্থায় ২ জনকে মদিনা আলদার হসপিটালে ভর্তি করা হয়েছে। তারা এখন শংকামুক্ত। নিহতরা হলেন রায়হান ও তার স্ত্রী রায়হানের ভাতিজী (বড় ভাইয়ের ময়ে) তাহছিনা। আহতরা হলেন ইকবাল ও রায়হানের ছেলে তাজরিয়ান মহসিন।
নিহতের রায়হানের ভাগিনা ইসতয়াক আসিফ জানান নিহত রায়হানের মা সহ পরিবার এবং তার বড় ভাই মিজান এর পরিবার বাংলাদেশ থেকে ওমরা করার উদ্দেশ্যে ভিজিট ভিসায় সৌদিআরব এসেছিল।
নিহত রায়হান সৌদি আরবে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। ওমরা শেষে নিহত রায়হান তার পরিবার নিয়ে মদিনা শরীফস্থ বাসায় ফেরার সময়এ দূর্ঘটনা ঘটে। গাড়ীতে তার ভাইজী তাহছিনা এবং বন্ধু ইকবাল ছিলেন। তিনি চট্টগ্রামের ৩৫নং বক্সিরহাট ওয়ার্ডের আমিন হাজী রোড চাকতাই এর স্হায়ী বাসিন্দা।
ওমরা করার পর দেশে ফেরা হলনা তাদের এটাই নিয়তি।