কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় হজ করতে গিয়ে এ পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মক্কা বাংলাদেশ হজ অফিস বুলেটিনের তথ্যমতে সোমবার মক্কা আল-মুকাররমায় মোহাম্মদ আমির হোসেন (৫৩) নামের বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত মোহাম্মদ আমির হোসেনের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকায়। অপরদিকে গতকাল বুধবার মানিকগঞ্জ জেলার মোঃ আব্দুল সাত্তার (৬৮) মক্কায় তার মৃত্যু হয়। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এন ০৫৪০০০৮।
মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত ২৪,৫৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আগত হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৩,২২৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ২১,৩৭০ জন হজযাত্রী। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে অংশগ্রহণ করবেন। চলতি হজ মৌসুমে হজ যাত্রীদের সহায়তার জন্য সৌদি আরবে মক্কা বাংলাদেশ হজ মিশন নিয়ন্ত্রণ কক্ষ এবং হটলাইন নম্বর চালু করেছে।