কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: শেখ হাসিনার হাতে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত। বঙ্গবন্ধুর জন্ম না হলে অামরা স্বাধীন দেশ পেতামনা।বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যহৃত রাখতে দেশ-বিদেশের সকলকে নৌকা প্রতিকে ভোট দেয়ার অাহবান জানান। ২৩ নভেম্বর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টায় সৌদিঅারবের মক্কায় অবস্থানরত পটিয়া প্রবাসী অাওয়ামী পরিবারের উদ্যোগে অায়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মক্কায় অায়োজিত মতবিনিময় সভায় মুহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও ফয়েজুল ইসলাম খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম-১২ অাসনের সাংসদ সামশুল হক চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন পৌর অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার হায়দার। বিশেষ অতিথি ছিলেন অালহাজ্ব নুর অাহমদ,তসলিম উদ্দিন, কাসেদুর রহমান।
বক্তব্য দেন নাজিম উদ্দিন বাবুল, খোরশেদ অালম ইবলু, খলিলুর রহমান সহ অারো অনেক নেতৃবৃন্দ। অারো উপস্থিত ছিলেন সফিক অাহমদে, বেলাল উদ্দিন, মো: দিদারুল অালম, মো:এসকান্দর সহ মক্কার পটিয়ার প্রবাসীরা। অালোচনা সভা শেষে মক্কার পটিয়া প্রবাসী ও অাওয়ামী ফাউন্ডেশনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচছা জানানো হয়।