কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: লোহাগাড়া তরুণ ঐক্য ফোরাম সৌদিঅারববের মক্কা শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও লোহাগাড়ার ঐতিহ্য ১৯ দিন ব্যাপী মাহফিলে সিরাতুন্নবী (স:) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৩ নভেম্বর ‘১৮ শুক্রবাররাত ১১টায় মিসফালাহ আল আমীন হোটেলে মক্কা শাখার আহবায়ক আলহাজ্ব ফয়েজ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও আল আমীন হোটেলের পরিচালক আলহাজ্ব মো আব্বাস উদ্দীন ।
প্রধান বক্তা হিসেবে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা তারেক আজিজ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মক্কা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এনামুল হক, উপদেষ্টা মো শহিদুল্লাহ শিবলী, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম, কার্যকরী সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মোহা লোকমান, ডায়মন্ড প্রবাসী গ্রুপের ডাইরেক্টর জনাব আলহাজ্ব আব্দুল সফুর, যুগ্ন আহবায়ক নুরুল আমিন, শেখ আব্দুল আজিজ, মো আমিনুল ইসলাম, কাইসার হামিদ, দেলোয়ার হোসেন ও ফরহাদ হোসাইন রেজা।
সভায় কলাউজানের হার্টের শিশু রোগি রবিউল হোসেন কে আর্থিক সহযোগিতা করা এবং ১৯ দিন ব্যাপী সীরাতুন্নবী ( স:) মাহফিল লোহাগাড়া তথা পুরো বাংলাদেশের ঐতিহ্য , ইতিহাস উল্লেখ করে এটাকে সফল ও সার্থক ভাবে বাস্তবায়নের জন্য সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করা হয়। চা চক্রে উপস্থিত সকলে যার যার সাধ্যমত সহযোগিতা করেন।