কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিঅারব প্রতিনিধি: সৌদিঅারবের মক্কায় পবিত্র অাশুরা ও হিজরী নববর্ষ উদযাপন উপলক্ষে দোয়া ও অালোচনা সভা করেছে অানজুমানে খোদ্দামুল মুসলেমীম মক্কা শরীফ শাখা। ২০ সেপ্টেম্বর মক্কা নগরীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মাহফিলের অায়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মাওলানা সৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীর বিন হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা মুহাম্মদ ফারুক, মক্কা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতা ইস্কান্দর হোসাইন।
বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি- হারুনুর রশিদ, সহ-সভাপতি-মাওলানা নাছির উদ্দীন, বোরহান রব্বানী, সহ-সাধারণ সম্পাদক- মাওলানা শাহজাহান, সাংগঠনিক সম্পাদক -নিজাম উদ্দীন রাশেদ, আন্তর্জাতিক সম্পাদক -মহি উদ্দীন, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম।
উপস্থিত ছিলেন মুসতাক আহমদ, শায়ের সাইফুল ইসলাম, মুহাম্মদ নুরুল্লাহ, মুহাম্মদ ফোরকান, বেলাল উদ্দীন, খোরশেদ আলম হ্নদয়, এম এ তায়্যুব, মানিক প্রমুখ।
বক্তারা বলেন, মুসলমানদের জন্য হাজার বছরের ইসলামী সংস্কৃতি মানবিক জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রাশ্চাত্য সংস্কৃতির বেড়াজালে ইসলামী সংস্কৃতি প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম ও মুসলিম বিশ্বকে আবারো ইসলামী সংস্কৃতির দিকে ফিরিয়ে আনতে হবে। শেষে মিলাদ, দেশ, মাজহাব, মিল্লাত, মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া-মোনাজাত ও তবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।