কামাল পারভেজ অভি, মক্কা, সৌদিআরব প্রতিনিধি: মানবতার মুক্তির দিশরী আল্লাহর প্রিয় নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:) বিশ্ব্য ভুবনে তশরীফ আওয়ারী (শুভাগমন) উপলক্ষে আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ও গাউসিয়া কমিটি বাংলাদেশ পবিত্র মক্কা শরীফ শাখার উদ্যোগে ২২ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার মক্কা শরীফ মিসফলাহ হল রুমে সংগঠনের সভাপতি আলহাজ্ব ছৈয়দ মুহাম্মদ আমান উল্লাহ আমান সমরকন্দি -র সভাপতিত্বে ও আলহাজ্ব মু হাম্মদ আলমগীর বীন হক্ব এর পরিচালনায় এক আজিমুশশান ঈদে মিলাদুন্নবী (দ:) অনুষ্ঠিত হয়।
এতে পবিত্র কোরান তেলাওয়াত করেন হাফেজ মুহাম্মদ আব্দুল আজিজ। নাতে রাসুল (দ:) পরিবেশন করেন আলহাজ্ব শায়ের মুহাম্মদ সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত মেহমান বাংলাদেশ ইসলামী যুব সেনা চান্দগাঁও থানা সভাপতি জনাব মৌলানা আব্দুল হামিদ রেজভী (ম:জি:আ)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ হোসাইন আলকাদেরী (ম,জি,আ), আলহাজ্ব মৌলানা মুহাম্মদ আবুল হোসেন (ম,জি,আ), আলহাজ্ব মুহাম্মদ জহুরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী।
এতে বক্তব্য রাখেন আলহাজ্ব মৌলানা মুহাম্মদ নাসির উদ্দীন। আলহাজ্ব মুহাম্মদ বোরহান উদ্দীন রব্বানী, আলহাজ্ব মুহাম্মদ নিজাম উদ্দীন রাশেদ, আলহাজ্ব মৌলানা মুহাম্মদ শাহজাহান, আলহাজ্ব মুহাম্মদ নুরুল্লাহ, আলহাজ্ব মুহাম্মদ দেলোয়ার হোসেন, আলহাজ্ব মুহাম্মদ জামাল পাশা, আলহাজ্ব মুহাম্মদ আইয়্যুব খান, আলহাজ্ব মুহাম্মদ মহিউদ্দীন বাবুল, আলহাজ্ব মুহাম্মদ মোস্তফিজুর রহমান, আলহাজ্ব মুহাম্মদ বেলাল উদ্দীন, আলহাজ্ব মোস্তাক আহম্মদ, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আজিম রাসেল, আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ আশেকুর রহমান রিপন।
বক্তারা আফগানিস্তানে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিলে নবীদ্রোহীদের বোমা হামলার নিন্দা জানান। বিশ্ব্যব্যাপী সুন্নীয়তের গন জোয়ারের ধারা অব্যাহত রেখে সুন্নীয়তের প্রতি সকল সুন্নী মুসলমানদের ঐক্য থাকার উদাত্ত আহবান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাতের একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী কে মোমবাতি মার্কায় ভোট দিতে প্রবাসী ভাইদের প্রতি বিনয়ী আহবান জানান। সর্বশেষ মিলাদ কেয়ামের মাধ্যমে বিশ্ব্য মুসলমানদের জন্য দোয়া কামনায় মোনাজাত করে তাবারুক বিতরনের মধ্য দিয়ে সমাপ্তি হয়।