মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালিতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, ইতালি আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, বাংলাদেশ সমিতি ইতালি’র উদ্যোক্তা প্রতিষ্ঠাতা রেহান উদ্দিন দুলাল ভেনিসে পৌছেছেন। বাংলাদেশ সফর শেষে ২৪ সেপ্টেম্বর ২০১৮ সোমবার সন্ধ্যায় ভেনিস মার্কো পলো বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
এসময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ভেনিস বসবাসরত বৃহত্তর কুমিল্লা সমিতি ভেনিস এর সম্মানিত সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম মৃধা, ভেনিস আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বৃহত্তর ঢাকার সমিতি ভেনিস এর সভাপতি জনাব আব্দুল নাছির, ভৈরব পরিষদ ভেনিস এর সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, ভেনিস বাংলা প্রেস ক্লাব এর আহ্বায়ক মো: মেসবাহ উদ্দিন আলাল, শেখ রাসেল প্রমুখ।