মো: মেসবাহ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: বিনম্র শ্রদ্ধায় ভেনিস আওয়ামী লীগ স্মরণ করলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ’৭৫ এর ১৫ আগস্টের শহীদদের। ভেনিস আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহের খান ঢালুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন ভেনিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব আক্তার বেপারি। প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সেলিম দেওয়ান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব সোহানুর রহমান উজ্জ্বল। অনুষ্ঠানের শুরুতে আলোচনা ও পরে ১৫ আগস্টে শহীদদের জন্য দোয়া মোনাজাত করা হয়।
বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান ভূইয়া, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিলন, ভেনিস আওয়ামী লীগের সহ -সভাপতি ইব্রাহীম জমাদার খোকন, আজিম মুন্সি, জিলানি খলিফা (জিলু), কাজী আসাদুজ্জামান লিজ, যুগ্ম সম্পাদক শাহাআলম হাওলাদার, সজল মাহামুদ সবুজ, স্বপন ঢালী, গাজী আমিনুল ইসলাম, নজরুল ইসলাম (রোমান মাল), সাংগঠনিক সম্পাদক আজাদ খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন মেজবাহ্ মল্লিক, মোতালেব বেপারী, রিপন দেওয়ান, মিয়া মোসলেম, আবুল কালাম খালাসী, হারুন ফকির, হাকিম শেখ, মোবারক হোসেন, মোরশেদ মাঝি, মোরশেদ ছৈয়াল। এছাড়াও বক্তব্য রাখেন ভেনিস আওয়ামী যুবলীগের সভাপতি এরফান ছৈয়াল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা কালু, যুবলীগ নেতা মুরাদ ঢালী, সজিব মুন্সি এবং ভেনিস ছাত্রলীগের সভাপতি আরিফ হাওলাদার, সাধারণ সম্পাদকরোমান আল রাজ হাওলাদার সহ প্রমুখ।
বক্তারা স্বাধীনতার এই মহান নেতাকে যারা খাটো করতে চায় তাদের বিরুদ্ধে হুশিয়ারী দেন। বলেন, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যারাই বঙ্গবন্ধুকে খাটো করতে চেয়েছে তারাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না। তারা একাত্তরের পরাজিত শক্তির এজেন্ট ও ষড়যন্ত্রকারী হিসেবেই চিহ্নিত হয়েছে, ভবিষ্যতেও হবে।