মো: মেসবাহ্ উদ্দিন আলাল, ভেনিস, ইতালি প্রতিনিধি: ইতালির ভেনিস বসবাসরত চট্টগ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী হোটেল ভেনিস স্টুর এর ও ভেনিস পয়েন্ট এর চেয়ারম্যান জনাব আমজাদ হোসেনের একমাত্র ছেলে ইশা এর ৩য় জন্মদিন মেসত্রের স্থানীয় একটি অভিজাত ইন্ডিয়ান রেস্টুরেন্টে উদযাপন করা হয় ।

উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন স্থানীয় ইতালিয়ান সহ এখানকার বিভিন্ন পেশা নিয়োজিত সকল চাকরী ও ব্যবসায়ী ব্যক্তিত্বগণ। এই অনুষ্ঠানের মাধ্যমে বিদেশীরা জানতে পারল আমাদের সততা ও সাহিত্য এর ভোজন। আমজাদ হোসেন সাধ্যমত চেস্টা করেছেন এদের ঐতিহ্যতা বজায় রেখে অনুষ্ঠানটি করতে, যেহেতু হোটেলটি ছিল ইন্ডিয়ান সহজেই আমাদের ঐতিহ্যের মত আপ্যায়ন করা হয়েছে।
সকল অতিথির আন্তরিকতায় সাথে সুন্দরভাবে জন্মদিনের অনুষ্ঠানটি উদযাপন করা হয়েছে।