প্রবাস মেলা ডেস্ক: ২ ফেব্রুয়ারি ২০২০, রবিবার ব্যারিষ্টার এম.আমীর-উল ইসলাম এর ৮৪তম শুভ জন্মদিন ছিলো। ঐদিন সন্ধ্যায় জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার গুণী মানুষেরা হাজির হয়েছিলেন ঢাকা ক্লাবে। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরই মধ্যে আগত অতিথিবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, ব্যরিস্টার রোকন উদ্দিন মাহমুদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক ও বার্তা বিভাগের প্রধান কামাল লোহানী, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সাবেক চেয়ারম্যান একে আজাদ চৌধুরী, মুক্তিযুদ্ধ যাদুঘরের ট্রাস্ট্রি তারিক আলী, আব্দুল মান্নান এম.পি, মাছরাঙা টেলিভিশনের হেড অব নিউজ রেজোয়ানুল হক রাজা, ৭১ টেলিভিশনের সিইও মোজাম্মেল বাবু, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত, একসময়কার সাড়া জাগানো চলচ্চিত্র অভিনয় জুটি শাবনাজ ও নাঈম, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিন, প্রবাস মেলা পত্রিকার উপদেষ্টা মামুন ইমতিয়াজ, সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ ও প্রবাস মেলা’র ইতালি প্রতিনিধি আখি সীমা কাওসার সহ আরো অনেক সুধীজন।

উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ, সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারস্টার এম. আমীর-উল ইসলাম মহান স্বাধীনতা আন্দোলন ও মুক্তিসংগ্রামের একজন শীর্ষস্থানীয় সংগঠক এবং প্রথম সারির সৈনিক । তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র রচয়িতা এবং স্বাধীন বাংলাদেশের সংবিধানপ্রণেতা। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর এবং অসহযোগ আন্দোলনের দিনগুলোতে বঙ্গবন্ধুর বাসভবনে সার্বক্ষণিক কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধকালে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রথম নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের প্রধান সহকারি ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীন বাংলাদেশের প্রবাসী সরকার গঠনে উদ্যোগী ভূমিকা রাখেন।