শরীফ মুহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: ২৭ মে ২০২২, শুক্রবার কুয়েতের আব্বাসিয়া টুরিষ্টিক পার্কে বৈশাখী মেলা -১৪২৯ উদ্বোধন করেন কুয়েতের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান। রাষ্ট্রদূত দেশ ও বিদেশের সকল বাংলাদেশিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ও কুয়েতসহ দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করেন।
অনুষ্ঠান পরিচালনা করেন দুতালয় প্রধান নিয়াজ মোর্শেদ ও রফিকুল ইসলাম ভুলু। বৈশাখী উৎসবে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ও বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়াতে মরুর বুকে ফুটে উঠে এক খণ্ড লাল-সবুজের বাংলাদেশ।
বৈশাখী মেলা ১৪২৯ এর আয়োজনে পান্তা ইলিশ আর হরেক রকমের বাহারী পিঠা নিয়ে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পরিবারের গৃহিণীরা।
মহিলা, শিশু ও বয়স্কদের অংশগ্রহণে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী। সাংস্কৃতিক অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন স্থানীয় শিল্পীরা। তাদের পরিবেশিত পল্লীগীতি, ভাটিয়ালি, লালন গীতি, ভাওয়াইয়া ও বৈশাখী গানে মুগ্ধ করে তোলে উপস্থিত অতিথিদের। তাছাড়া অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, কোরিয়ার রাষ্ট্রদূতগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।