আলম হোসেন, ব্রাসেলস, বেলজিয়াম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরও সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন বেলজিয়াম বিএনপি নেতৃবৃন্দ । ৯ সেপ্টেম্বর ২০১৮ রবিবার এন্টওয়ার্প সিটি কমিটি গঠন উপলক্ষে কর্মী সভায় নেতৃবৃন্দ বলেন, একজন ৭৩ বছর বয়স্কা মহিলা বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় দলের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও সুচিকিৎসা না পাওয়া মানবাধিকারের চরম লঙ্ঘন।
প্রধান অতিথির বক্তব্যে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা বলেন, দেশনেত্রীর চিকিৎসার বিষয়টি মানবিক। কিন্তু বর্তমানে ক্ষমতাসীন সরকার এটিকে রাজনৈতিক বিষয়ে পরিণত করেছে। ক্ষমতাসীন সরকার তাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে অকালে বিনা চিকিৎসায় জীবনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে বলেন তিনি অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে সুচিকিৎসার দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বেলজিয়াম বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু বলেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন করতে।
বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি বেলজিয়াম শাখার এন্টারপেন শাখা কমিটি গঠন উপলক্ষে এক কর্মী সভা রবিবার এন্টওয়ার্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সংগ্রামী সভাপতি আহমেদ সাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু, সহসভাপতি সৈয়দ মাহমুদ আক্কাছ, সহসভাপতি গোলাম নবী শ্যামল।
বেলজিয়াম বিএনপির সহ সভাপতি হাসান রাকিব প্রধানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম ও যুগ্ম সম্পাদক আশিক আহমদ বাপ্পীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বেলজিয়াম বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, যুগ্ম সম্পাদক হাসান লিটন, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন, বিএনপি নেতা লুৎফুর রহমান প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে হাসান রাকিব প্রধানকে সভাপতি, আলী নুর শামীমকে সাধারণ সম্পাদক ও আশিক আহমদ বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।