জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসে নানা ব্যস্ততার ভিতরে যখন সময় বের করা মুশকিল ঠিক তখনি স্কুল ছুটির সময়টাকে বেঁছে নিয়ে বনভোজনের উদ্দেশ্যে রওয়ানা হয় বাস পুর্ব লন্ডন রকেবি স্কুলের সামনে থেকে। দেশের উত্তরবঙ্গের রংপুরবাসীদের বৃহত্তর রংপুর সমিতি, যুক্তরাজ্যের আয়োজনে ২৪ জুলাই ২০২২, শনিবার Hasting sea Beach এই বনভোজন অনুষ্ঠান আয়োজিত হয়।
উপদেষ্টা জনাব আব্দুল জালিল সারকার ও উপদেষ্টা জাহাঙ্গীর আলম এর ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতা করেন ওয়াহিদা রুনা, আব্দুর রাজ্জাক মোল্লা, ফারহাদ হোসেন, আব্দুল জালিল, মোতাহারুল ইসলাম, নার্গিস সুলতানা সহ আরো অনেকে।
জাহাঙ্গীর আলম আগামী ৯ অক্টোবর ২০২২ এ সমিতির AGM করার কথা উপস্থাপন করলে সকলে করতালির মাধ্যমে উপরোক্ত সিদ্ধান্তকে স্বাগত জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে পিকনিকের সমাপ্তি ঘোষণা করেন আব্দুর রাজ্জাক মোল্লা।