রাশেদ কাদের আম্মান, জর্ডান প্রতিনিধি: বিষাক্ত সাপের কামড়ে জর্ডান প্রবাসী মোহাম্মদ তফাজ্জল মৃত্যু বরণ করেছে ( ইন্নালিল্লাহে ও ইন্নাইলাইহে রাজিউন) মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৩৪ বছর। জর্ডান ভ্যালির আল গোর নামক এলাকায় একটি ফলের বাগানে কর্মরত অবস্থায় ১৪ জুলাই, ২০২২ বৃহস্পতিবার রাত ৯:৪০ মিনিটে একটি বিষাক্ত সাপ তফাজ্জলকে কামড় দিলে তার সহকর্মীরা তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। ক্রমাগতভাবে মোহাম্মদ তফাজ্জলের শরীরের অবস্থা অবনতি হতে থাকে।
শুক্রবার সন্ধ্যা ৮ টায় কর্তব্যরত ডাক্তার মোহাম্মদ তফাজ্জল কে মৃত ঘোষণা করে। মরহুম তফাজ্জল এই ফলের বাগানে বিগত ১১ বছর যাবৎ কাজ করে আসছিল। মৃত্যুর খবরটি বাংলাদেশ দূতাবাসে জানানো হলে খুব দ্রুতই বাংলাদেশে লাশ প্রেরণের আশ্বাস দেয় দূতাবাস কতৃপক্ষ। বর্তমানে মৃত দেহটি আলগোরের আউয়াদ হাসপাতালের হিমাগারে রয়েছে। মৃত মোহাম্মদ তফাজ্জল কুমিল্লা জেলার লালমাই থানার খাকসের গ্রামের মৃত সিরাজ মিয়ার সন্তান।