বিপ্লব গোস্বামী:
বিদ্রোহী নজরুল
সঙ্গীতের বুলবুল
গেয়েছ সদা সাম্যের গান।
চির নির্ভীক
ন্যায় সৈনিক
করেছ সত্যের জয়গান।
কবিতা ছড়া
বিদ্রোহে ভরা
বাজিয়েছ বিষের বাঁশি।
পালটাতে ধারা
কেটেছ কারা
মা মানুষেরে ভালোবাসি।
হে নারীবাদী
হে সাম্যবাদী
গেয়েছ সম্প্রীতির গান।
হে ধুমকেতু
সাম্যের হেতু
প্রণম্য তব অবদান।