মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: মহান বিজয় দিবস ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিবাদে দুবাই গ্রীন দরবার রেষ্টুরেন্ট হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আমিরাত কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে কোরআন তেলোয়াত করেন দুবাই যুবদলের সদস্য বাদল হাওলাদার। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইউএই কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন দলের সাধারণ সম্পাদক আবু ইউসুফ রানা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গনী চৌধুরী্।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সস্পাদক শাহজাহান সজীব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএই কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোঃ জাকির।
বিশেষ অতিথি ছিলেন ইউএই বিএনপির সহ-সভাপতি মোঃ নুরুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ রফিক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক লায়ন আব্দুল গাফফার চৌধুরী, দপ্তর সম্পাদক আলাউদ্দিন, আব্দুল লতিফ, দুবাই বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম শরিফ ইমু, সহ সভাপতি আজিজুল ইসলাম লিটু।
বক্তব্য রাখেন ইউএই কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি মোঃ জানে আলম, মিয়া মোহাম্মদ সিজিল, মোঃ জয়নাল আবেদীন জিল্লু, সরকার আহাদ্দুজামান, রিয়াজ উদ্দিন রউফ, জয়নাল আবেদিন, ইউনুচ বাচ্চু, আব্দুল হামিদ, নুরুল আমিন নিজাম, আব্দুল হামিদ বরুল, জাকারিয়া মজুমদার, মুহিনুদ্দিন, সিনিয়র যুগ্ন সম্পাদক আরমান চৌধুরী, ইউএই শ্রমিক দলের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন, ইউএই কেন্দ্রীয় বন্ধুদলের সভাপতি বাবু নীল রতন দাস, জাতীয়তাবাদী সন্দ্বীপ প্রবাসি ফোরামের সভাপতি মনিরউদ্দিন, ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সহ সভাপতি গোলাম মোস্তাফা।
বক্তারা অনতিবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করেন এবং তার চিকিৎসার সুব্যবস্থার দাবী জানান।

এ ছাড়া বক্তব্য রাখেন দুবাই যুবদলের সাধারণ সম্পাদক মামুন হাওলাদার, সিনিয়র যুগ্ন-সম্পাদক মোহাম্মাদ জলিল, রাস আল খায়মা যুবদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন খন্দকার, সহ সাংগঠনিক সম্পাদক আলী নুর, আলকুজ বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহাম্মেদ রাকিব, দেরা বিএনপি সিটি কমিটির সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, সোনাপুর যু্দলের সাধারণ সম্পাদক নাবিল হোসেন, উপদেষ্ঠা আতিকুর রহমান সহ আরও অনেকে।
অনু্ষ্ঠানে আমিরাত বিএনপি, যুবদল, শ্রমিকদল, বন্ধুদলের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।