প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভূমিকা ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য। তিনি শেখ হাসিনা-পরবর্তী সময়ে বিএনপির সম্ভাব্য শাসনকাল নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
বুধবার (২৯ জানুয়ারি) রাতে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি বিএনপির দুর্বলতাগুলো তুলে ধরেন। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে উল্লেখ করেন, “বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হলেও এর কিছু মারাত্মক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো শেখ হাসিনা-পরবর্তী সময়ে বাংলাদেশের নেতৃত্বে বিএনপি এলে জাতিকে ভোগাতে পারে।”
তার মতে, বিএনপির ১০টি প্রধান দুর্বলতা হলো:
১. তরুণদের রিক্রুটমেন্ট নাই। ছাত্রদল ছাত্রদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন নয়।
২. বিএনপির নিজস্ব মিডিয়া নাই। দলীয় পত্রিকা নাই। বিএনপি প্রভাবিত মিডিয়া আউটলেট নাই।
৩. বিএনপির বুদ্ধিজীবী নাই। যারা আছে তাদের ন্যুনতম পলিটিক্যাল ট্রেনিং নাই।
৪. বিএনপি ন্যারেটিভ তৈরিতে দুর্বল। বিএনপি মুক্তিযুদ্ধের মাঠে তার ন্যারেটিভ নির্মান করে যেখানে সে সেকেন্ড ডিভিশনের প্লেয়ার।
৫. বিএনপির অনলাইন প্রেজেন্স দুর্বল।
৬. বিএনপিতে ক্ষমতার একাধিক কেন্দ্র। তাই দলের নেতা কর্মীদের উপরে নিয়ন্ত্রণ দুর্বল।
৭. বিএনপির আন্তর্জাতিক মিত্র নাই।
৮. বিএনপির লং টার্ম পলিটিক্যাল ভিশন নাই। তার ভিশন খুব শর্ট টার্ম। সে জানেনা আগামীর দুনিয়া কোথায় দাঁড়াবে আর সেই দুনিয়ায় তার স্টেইক কী হবে? সে তার জায়গাটা কীভাবে সিকিওর করবে।
৯. বিএনপির মুল নেতৃত্ব অতিশয় বৃদ্ধ। শীর্ষ নেতৃত্বে তারুণ্য নাই।
১০. বিএনপি তার কৌর পলিটিক্সই ডিফাইন করতে পারে নাই এখনো। তার কোন হিস্ট্রিসিজম নাই। তার ইতিহাসে কোন নোঙ্গর নাই যেইখান থেকে সে শক্তি নিবে, বয়ান বানাবে, আগামীর প্রজেকশন করবে।’
পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে বিএনপির আরও দুর্বলতা থাকলে তা কমেন্টে যোগ করার জন্য অনুসারীদের আহ্বান জানান। তার এই বিশ্লেষণ সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।