সৈয়দ মামুন হোসেন, মানামা, বাহরাইন: বাহরাইনে বাংলাদেশ জালালাবাদ কমিউনিটি মুহাররক শাখার সভাপতি নিজাম উদ্দিন স্বদেশ গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জালালাবাদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আক্তার হোসেন কাঁচ মিয়া।
সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা গিয়াস মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা নানু মিয়া, হাসান আহমদ রানা, সিনিয়র সহ-সভাপতি জালালাবাদ কেন্দ্রীয় কমিটি মোজাহিদুর রহমান দুলাল, সহ-সভাপতি জালালাবাদ কেন্দ্রীয় কমিটি নুরুল ইসলাম, সহ-সভাপতি জালালাবাদ কেন্দ্রীয় কমিটি আব্দুল খালেক জালালাবাদ কমিউনিটি রিফা শাখা লুৎফুর রহমান, জালালাবাদ কমিটির রিফা শাখা বখতিয়ার মিয়া, সহ-সভাপতি মুহাররক শাখা আজমল মিয়া, সাধারণ সম্পাদক মুহাররক শাখা উম্মর মিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাররক শাখা সালাহউদ্দীন সাংগঠনিক সম্পাদক মুহাররক শাখা আহমদ শাহ রুবেল, সাংগঠনিক সম্পাদক মুহাররক শাখা আবুল হোসেন, সদস্য মুহাররক শাখা সোহেল খান, আহমদ উজ্জল আহমদ আনোয়ার হোসেন, হিদ শাখার আহমদ হোসেন, হিদ শাখার আনোয়ার মিয়া, হিদ শাখার রিয়াজুল ইসলাম, সুয়েব আহমদ হিদ শাখা তরিকুল ইসলাম, জুয়েল মিয়া, মলু মিয়া, মাসুম আহমদ, আলবা শাখার নাসির আহমদ, মুহাররক শাখা সজিব খান, দপ্তর সম্পাদক মুহাররক শাখা তইয়ব আলী মুহাররক শাখা, বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা বলেন, জালালাবাদ কমিউনিটি বাহরাইনের ১৯৯৬ সাল থেকে বৃহত্তর সিলেটবাসীসহ বাংলাদেশের বিভিন্ন প্রবাসীদের সার্বিক সহযোগিতা করে থাকেন। এটি একটি অরাজনৈতিক সংগঠন।
সংগঠনের সভাপতি বলেন, সিলেটবাসীদের ভ্রাতৃত্ব বন্ধনে এ সংগঠন কাজ করে থাকে । ইতিমধ্যে বাহরাইন বাংলাদেশ স্কুল, সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অনুদান প্রদান করা হয়। আগামীতে বাহরাইনের প্রত্যন্ত অঞ্চলে একটি করে নতুন শাখা খোলার কার্যক্রম গ্রহণ করা হয়েছে ।
অন্যান্য বক্তাগণ বলেন, মুহাররক শাখার সভাপতি একজন সাদা মনের মানুষ। মুহাররক শাখার সভাপতি বলেন, বাহরাইন জালালাবাদ কমিউনিটি বিভিন্ন সময়ে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে শারীরিক ও মানসিক বিকাশ ঘটানোর জন্য খেলাধুলা আয়োজন করে থাকে। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও বিশ্ব মুসলিম মুসলিম উম্মার শান্তি কামনা করে মোনাজাত করেন সালাউদ্দিন ও প্রীতি ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।