প্রবাস মেলা ডেস্ক: সম্প্রতি বাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সামাদুল হক এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন টিভি উপস্থাপক, আবৃত্তিকার ও পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার অনারারি উপদেষ্টা মামুন ইমতিয়াজ। এক ফাঁকে সৈয়দ সামাদুল হক এর হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন মামুন ইমতিয়াজ। পত্রিকাটি হাতে পেয়ে সৈয়দ সামাদুল হক এর ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সৈয়দ সামাদুল হক যুক্তরাজ্যে বসবাসরত একজন প্রবাসী বাংলাদেশি। ব্রিটেনে তার উদ্যোগে সর্বপ্রথম বাংলা টিভি নামে বাংলাভাষীদের জন্য স্যাটেলাইট টেলিভিশন চালু করা হয়। ১৯৯৯ সালে পূর্ব লন্ডনের ছোট্ট একটি অফিস থেকে এই স্যাটেলাইট টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিলো। বাংলা টিভি শুধু যুক্তরাজ্যে নয় সারা ইউরোপ অ্যামেরিকা থেকেও দেখা যায়। চ্যানেলটি এখন বাংলাদেশেও একই নামে সম্প্রচারিত হয়। সৈয়দ সামাদুল হক এর ব্যবস্থাপনা পরিচালক।