তপন দেবনাথ, লস অ্যাঞ্জেলেস থেকে: ঢাকাস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী ২৪ মে ২০২১, সোমবার রাত ১১টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৭ এপ্রিল ২০২১ থেকে হাবীবুল্লাহ সিরাজী পাকস্থলীজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি ছিছেন। জানা গেছে তিনি নানাবিধ শারীরিক সমস্যায় ভুগছিলেন।
লিটল বাংলাদেশ প্রেস ক্লাব অব লস অ্যাঞ্জেলেস এর পক্ষে সভাপতি কাজী মশহুরুল হুদা, সাধারণ সম্পাদক লস্কর আল মামুন, সিনিয়র সহ-সভাপতি জাহান হাসান, সহ-সভাপতি সৈয়দ এম হোসেন বাবু, কোষাধ্যক্ষ তপন দেবনাথ, নির্বাহী সদস্য নিয়াজ মোয়াইমেন, অসিতি বড়ুয়া প্রমুখ কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, কবি হাবিবুল্লাহ সিরাজী ২০১৯ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত প্রথম উত্তর আমেরিকা বাংলা কবিতা সম্মেলনের উদ্বোধক ছিলেন।
২০১৮ সালের ডিসেম্বরে বাংলা একাডেমির মহাপরিচালক হন কবি হাবীবুল্লাহ সিরাজী। আশির দশকে জাতীয় কবিতা পরিষদ গঠনে ভূমিকা অনন্য রাখেন তিনি। ২০১৬ সালে একুশে পদক পান। তার আগে ১৯৯১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। এ ছাড়া বিষ্ণু দে পুরস্কার ২০০৭, রূপসী বাংলা পুরস্কার ১০১০, কবিতালাপ পুরস্কার ২০১০, যশোর সাহিত্য পরিষদ পুরস্কার ১৯৯৭, আলাওল সাহিত্য পুরস্কার ১৯৮৯ লাভ করেন ।
হাবীবুল্লাহ সিরাজী জাতীয় কবিতা পরিষদে নির্বাচিত সভাপতি হিসেবে চারবার দায়িত্ব পালন করেছেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কবি হাবিবুল্লাহ সিরাজী ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্ম গ্রহন করেন। এ যাবত তাঁর ৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়া-পদ্য, ২টি উপন্যাস, ২টি প্রবন্ধ ১টি স্মৃতি কথা প্রকাশিত হয়েছে। তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে সুভাষিত, আমি জেনারেল, জো, ঈহা, মেঘ ভ্রমন, যে শ্রেষ্ঠ একা, বডিমিস্ত্রি অন্যতম।