শেখ এহছানুল হক খোকন, কুয়েত সিটি, কুয়েত প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় জে ডব্লিউ মেরিউট হোটেলে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ দূতাবাস কুয়েত এর প্রতিরক্ষা বিভাগের উদ্যোগে ৪৭তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন দেশের কূটনীতিক ও বিশিষ্টজনদের সম্মানে এক নৈশভোজ অনুষ্ঠানের আয়োজন করে।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের পর অনুষ্ঠানের শুরুতেই সামরিক অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল শাহ সাগিরুল ইসলাম (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি)র স্বাগত বক্তব্যের মাধ্যমে সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরেন ও সকল অতিথিদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুয়েত সশস্ত্র বাহিনীর সহকারী চিফ অফ স্টাফ (এডমিন ও ম্যানপাওয়ার) মেজর জেনারেল বদর আহমাদ আল আওয়াদী। এছাড়াও অনুষ্ঠানে রাষ্ট্রদূত এস এম আবুল কালাম,ডক্টর তাবাসুম সাগির, কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, প্রথম সচিব জহুরুল হক খান এবং তাদের পরিবারের সদস্যগন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল এস এম শামীম উজ জামান, মেজর জেনারেল হুমায়ূন কবির, বিএমসির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল মনসুর মোহাম্মদ আশরাফ খান।
এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত সহ বিভিন্ন দেশের কূটনৈতিক, কুয়েতের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বিভিন্ন দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাচে ও কুয়েত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট জন ও গণমাধ্যম কর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত, সামরিক অ্যাটাশে, ও আমেরিকা, ভিয়েতনাম,ফিলিপিনো,সহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং অতিথিরা সশস্ত্র বাহিনী ও বাংলাদেশের এগিয়ে চলার ভূয়সী প্রশংসা করে তাদের মতামত ব্যক্ত করেন। সবশেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার পর নৈশভোজের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠানের।