প্রবাস মেলা ডেস্ক: টেলিসিনে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কলকাতার শিল্পীদের সাথে পুরস্কার হাতে বাংলাদেশি শিল্পীরা।
টেলিসিনে অ্যাওয়ার্ড মানেই দুই বাংলার শিল্পীদের মিলনমেলা! গত কয়েক বছর ধরেই কলকাতায় টেলিসিনে সোসাইটির আয়োজনে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বাংলাদেশি শিল্পীরা, কলকাতার শিল্পীদের পাশাপাশি পুরস্কার দেওয়া হচ্ছে বাংলাদেশি শিল্পীদেরও।
এ বছরও তার ব্যতিক্রম হয়নি। ১৪ মে’র সন্ধ্যায় টেলিসিনে অ্যাওয়ার্ডের ১৯তম আসরে বাংলাদেশের শিল্পীদের পুরস্কার দেওয়া হয়। কলকাতার রবীন্দ্র সরোবরের নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে কলকাতার বড় ও ছোট পর্দার বিভিন্ন শাখায় অবদানের জন্য শিল্পী ও কলাকুশলীদের মাঝে টেলিসিনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বাংলাদেশ থেকে এবার টেলিসিনে অ্যাওয়ার্ড পেয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, দীপান্বিতা মার্টিন, অভিনেতা মীর সাব্বির, কন্ঠশিল্পী মমতাজ।