আখি সীমা কাওসার, রোম, ইতালি প্রতিনিধি: বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ইতালির ব্যবসায়ীরা। রোম বাংলাদেশ দূতাবাসে সাংবাদিকদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান তারা। ৩০ জুন ২০২২ রোমের স্থানীয় একটি ফাইভ স্টার হোটেলে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রোগ্রামে উপস্থিত ইতালির ব্যবসায়ীগণ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি বাংলাদেশে বিনিয়োগে বহুমুখী সুবিধা নিয়ে ইতালির ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত একটি সেমিনারে এ আগ্রহের কথা জানান তারা। রোমের হোটেল’ সিনা বার্নিনি ব্রিস্টলে ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক কূটনৈতিক সপ্তাহের অংশ হিসেবে এ সেমিনারের আয়োজন করা হয়। পরে পহেলা জুলাই ২০২২ রোমের বাংলাদেশ দূতাবাসে নিজস্ব কার্যালয় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশে ইতালিয় উচ্চ পর্যায়ের বিনিয়োগকারীদের আগ্রহের কথা জানান ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: শামীম আহসান।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বিনিয়োগে ইতালির ব্যবসায়ীরা প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। আমরাও তাদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা জানিয়েছি। অনেক ব্যবসায়ী এরইমধ্যে বাংলাদেশ সফরও করেছেন। দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর মানস মিত্র বলেন, আমাদের দেশের অনেক রকম ব্যাবসার, সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। ইতালির ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশের ওয়াল্টন এদেশে ব্যবসা শুরু করতে কাজও শুরু করে দিয়েছে। শিগগির ওয়াল্টনের ৮০ জন কর্মী ইতালিতে আসবেন। অনেকে এখন ট্রেনিং নিচ্ছেন ইতালিতে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও ইতালির অনেক গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন। এসময় সাংবাদিকগণ বিনিয়োগের বিষয় নিয়ে নানারকম প্রশ্ন করলে, রাষ্ট্রদূত শামীম আহসান ও ইকোনমিক কাউন্সিলর তাদের প্রশ্নের জবাব দেন।