মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদিআরব প্রতিনিধি: বাংলাদেশের সাথে মিল রেখে সৌদিআরবেও বাংলা কারিকুলাম রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক বাংলা স্কুল এন্ড কলেজে স্থানীয় সময় সকাল ৭ টায় পরিক্ষা শুরু হয়েছে। এসএসসি পরিক্ষায় মোট পরিক্ষার্থী ৬৫ জন। এর মধ্যে বালক ২৭, বালিকা ৩৭।
৩ ফেব্রুয়ারিতে শুরু হওয়া এসএসসি পরিক্ষায় প্রথম দিনে ৫২ জন পরিক্ষার্থী পরিক্ষার হলে উপস্থিত ছিলেন, দুই জন পরিক্ষার্থী অনুউপস্থিত ছিলেন।
পরিক্ষার হলে ম্যাজিস্ট্রেট হিসাবে উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মোহাম্মদ ফখরুল ইসলাম।
স্কুল পরিচালনা কমিটির পক্ষে ইঞ্জিনিয়ার মোহাম্মদ গোফরান জানান, অতীতের মতোই সুস্থ পরিবেশে যেন পরিক্ষার্থীরা পরিক্ষা দিতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।