ক.ম জামাল উদ্দীন, খামিস মোশায়েত, সৌদিআরব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ, উদ্দীপনায় ও উৎসবমুখর পরিবেশে স্থানীয় ন্যাশনাল হোটেল মিলনায়তনে ১৫ নভেম্বর রাত ১১টায় বঙ্গবন্ধু পরিষদ, আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব এর দ্বি-বার্ষিক সম্মেলন উক্ত প্রদেশের বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক সৌদিজার্মান হাসপাতাল আছির শাখার সাপোর্ট সার্ভিসেস ম্যানেজার আবুবকর কামালের সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক ছাত্রনেতা আজাদ রহমানের সঞ্চালনায় এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন সাবেক ছাত্রনেতা ও যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন আবুল কালাম আজাদ, আলহাজ্ব বেলাল উদ্দীন যুগ্ম আহ্বায়ক শফিউল আজম, ফারুক রহমান, আনোয়ার মোস্তাক, আব্দুল মুকিত চৌধুরী (শেলু), মৌলানা আহমদ আলী নঈমী, এস.এম.জাহাঙ্গীর আলম ও আশরাফ চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন এইচ এম কামাল চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন এম এ রহিম মাহমুদী, স্বাধীন আহমদ মিঠু, মাহিন উদ্দীন, আব্দুল করিম ও ওমর ফারুক প্রমুখ।
সভা রাত ১১টা থেকে শুরুর কথা থাকলেও এর আগে থেকেই খামিস মোসাইতস্থ স্থানীয় প্রবাসী মুজিব সৈনিকরা ছাড়াও উক্ত প্রদেশের বিভিন্ন অঞ্চল তথা জেজান, নাজরান, তাসলিস আবহা, তানদাহা, মদিনা আসকারিয়া অঞ্চলের নেতাকর্মীদের জাতীয় পতাকা, ব্যানার ফেষ্টুন ও পোস্টার নিয়ে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
সম্মেলন উদযাপন কমিটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পোষ্টার ও জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র সম্বলিত পোষ্টারে মিলনায়তন সুসজ্জিত করে সভাস্থল প্রবাসে বাঙারিদের মিলনমেলার প্রাণকেন্দ্রে পরিণত হয়। সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে সম্মেলনের উদ্ভোধন করা হয়। মৌলানা মুনিরুল ইসলামের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ণাঢ্য অনুষ্ঠান মালার সূচনা করা হয় ।
তারপর বিগত আহবায়ক কমিটির বিভিন্ন কর্মকান্ডের উপর আলোকচিত্র ও দেশরত্ন শেখ হাসিনা সরকারের বিশাল অর্জনের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত করা হয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানে মিলনায়তন মুখরিত হয়, এ যেন বিদেশের মাটিতে স্বদেশের সম্মেলনের আমেজ। “প্রবাসীরা বেঁধেছে জোট, আবারও দেবে নৌকায় ভোট। উন্নয়নের পাশে থাকুন, নৌকা মার্কায় ভোট দিন “এই প্রতিপাদ্যে ও শপথে উচ্ছ্বসিত ও উদ্বেলিত প্রতিজন প্রবাসী মুজিব সৈনিক।
বক্তাগণ প্রবাসে মুজিবাদর্শ প্রচার, প্রসারে ভূমিকা ও দেশের উন্নয়নের নিরবিচ্ছিন্ন কর্মযজ্ঞে শরীক থাকার দৃঢ় প্রত্যয়ে বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রেরণের আহবান জানান।
প্রধান অতিথি প্রবাসীদের মধ্যে যাদের সামর্থ্য আছে তাদের আগামী নির্বাচনে দেশে গিয়ে স্ব স্ব নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রার্থীদের সমর্থনে প্রচার ও নৌকা মার্কায় ভোট দানের আহবান জানান।
সভার সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু, মুক্তিসংগ্রামে শহীদ ও বীরঙ্গনাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি আজকের সম্মেলন সফল করায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকবৃন্দদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
গনতান্ত্রিক মূল্যবোধ ও পরিষদের সাংবিধানিক ধারা, উপধারা সমুন্নত রেখে সম্মেলন প্রস্তুতি কমিটি কর্তৃক মনোনিত নির্বাচন কমিশনের সদস্যবৃন্দের তত্বাবধানে অত্যন্ত সুন্দর ও হৃদ্দতাপূর্ণ পরিবেশে পারস্পরিক সমজোতা ও সর্বসম্মতিক্রমে আলহাজ্ব বেলাল উদ্দিনকে সভাপতি, আজাদ রহমানকে সাধারণ সম্পাদক ও আশরাফ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
আগামী ১৬ ডিসেম্বর ২০১৮ মহান বিজয় দিবসের পূর্বে নির্বাচন কমিশন সদস্য ও সদ্য মনোনীত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন, অভিষেকের ব্যবস্থা করণ, নবগঠিত নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের অভিনন্দন জানান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সৌদি আরবে আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটিকে একটি মডেল সংগঠনে পরিণত করার আশাবাদব্যক্ত করেন ।
মৌলানা মো: ইউসুফকে দোয়া মাহফিল পরিচালনা ও উপস্থিত সবাইকে ভোজ সভায় অংশগ্রহণের আমন্ত্রণ এবং সুশৃঙ্খল, প্রাণচাঞ্চল্যে ভরপুর সম্মেলনের সফল আয়োজনে সর্বোত্তম সহযোগিতা করায় ধণ্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।