রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্সে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন ক্রিকেট ক্লাব ইউনাইটেড ব্রাদার্স। ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে জার্সি উন্মোচন, কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
ইজিবাজার এর বলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্লাবের অধিনায়ক সোহাগ ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক আবু তাহির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউন্সিলর কৌশিক রাব্বানী, ইজিবাজার চেয়ারম্যান বাবর হোসেইন, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন, বাংলাদেশ ক্রিকেট ক্লাব প্যারিস জ্যৈষ্ঠ সহ-সভাপতি ওহিদ টিপু, এন এস ডেকো ইন্ডাস্ট্রি চেয়ারম্যান হেলাল উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন মিমোজা এলিগন্ট এর প্রতিষ্ঠাতা সজিবুল ইসলাম, এস এস মাল্টিমিডিয়া সার্ভিসের শফিকুল আহমেদ, সুমন আহমেদ (নাবিলা ফুড ওয়াল্ডের সুমন আহমদ, পরি নিলস ফ্যেশান এর পরিচালক শাখাওয়াত হোসেইন, আভির রহমান, মো: শাহ আলম, মো: লুৎফর রহমান, মো: সেলিম, মো: জিয়াউর রহমান, মো: শান্ত, মো: সাকিল, মো: আতিক, মো: অলী, মো: শাহিন, মো: সাজীবুল ইসলাম, মো: সাদিক আহমেদ, মো: জিলাল আহমদ, মো: আবু সাঈদ, মো: কারুজ্জামান, মো: তায়েফ, সজীব সরকার, মো: কলিম উদ্দিন।
এসময় বক্তাগণ ক্লাবের সমৃদ্ধি কামনা করেন।