প্রেস রিলিজ: এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে ফার্মগেটের বাবুল টাওয়ারে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। বুধবার ২ অক্টোবর, ২০১৯, প্রধান অতিথি হিসেবে ফার্মগেট বিশেষ শাখার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মো. আনোয়ার হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান জনাব এস এম পারভেজ তমাল। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ও সম্মানিত পরিচালক জনাব রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও সম্মানিত পরিচালক জনাব আবু মোহাম্মদ সাইদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব খন্দকার রাশেদ মাকসুদ। অনুষ্ঠানে সাপোর্ট সার্ভিসেস এন্ড ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মোস্তাহাক, জনসংযোগ বিভাগের প্রধান জনাব মো. রুহুল আমিন, গুলশান শাখার প্রধান জনাব এ কে এম রবিউল ইসলাম, হাতিরপুল শাখার প্রধান জনাব মো. নাসিমুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী মো. বাবুল মিয়া, এফএভিপি জনাব কামরুল হাসান, ফার্মগেট স্পেশাল শাখার ব্যবস্থাপক জনাব আশিকুর রহমান, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, এনআরবিসি ব্যাংকের উল্লেখযোগ্য সেবার মধ্যে রয়েছে রেমিটেন্স সেবা, নগদ লেনদেন সুবিধা, ফান্ড ট্রান্সফার, ইউটিলিটি বিল (গ্যাস, পানি ও বিদ্যুৎ) বিল গ্রহণ, ডেবিট ও ক্রেডিট কার্ড সেবা, ইন্টারনেট ব্যাংকিং সেবা। এছাড়া, এই সকল সেবা এক সাথে পেতে রয়েছে মোবাইল অ্যাপ‘‘প্লানেট’’। (
প্রেস রিলিজ)