প্রবাস মেলা ডেস্ক: ৪ জুন ২০২২, শনিবার প্রবাসী বাংলাদেশিদের জনপ্রিয় ম্যাগাজিন পাক্ষিক ‘প্রবাস মেলা’ অফিসে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের বিশিষ্ট সংগীতশিল্পী আলম আরা মিনু। এসময় তার সংগীত জীবনের নানা বিষয় নিয়ে কথা বলেন ‘প্রবাস মেলা’র কলাকুশলীরা।
আলোচনায় উঠে আসে শিল্প-সংস্কৃতি নিয়ে তার ভাবনা, করোনাকালে সংগীত জীবন এবং ভবিষ্যত পরিকল্পনা সহ নানা বিষয়। এসময় সঙ্গীতের এই তারকা শিল্পীর হাতে ‘প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, আলম আরা মিনুর পৈত্রিক বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নীলকমল গ্রামে। তার বাবা মো: ইয়াকুব আলী ও মাতা বেগম আয়েশা খাতুন। একসময় তার পিতা মো: ইয়াকুব আলী তার মায়ের জন্মস্থান কুমিল্লায় স্থায়ী হন। সেখানেই খ্যাতিমান এই সংগীত শিল্পী জন্মগ্রহণ করেন।
আলম আরা মিনুর সংগীতে হাতেখড়ি ছোটবেলায়। ২য় শ্রেণিতে পড়াকালীন সময়ে শখের বসে স্কুলে গান গেয়ে অভিনন্দিত হয়েছিলেন। তারপর ধীরে ধীরে সংগীতে যাত্রার সিঁড়ি বেয়ে সংগীত আকাশে নক্ষত্র বনে গেছেন। তার সুদীর্ঘ সংগীতজীবনে তিনি অসংখ্য জনপ্রিয় গান গেয়ে দেশে বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। দেশাত্মবোধক গান ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’ এর জন্য তিনি বিশেষভাবে সম্মানিত ও সমাদৃত। জনপ্রিয় এই গানটির সুরকার ছিলেন তারই স্বামী এবং বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত রচয়িতা, সুরকার সেলিম আশরাফ।
আলম আরা মিনু একজন ভার্সেটাইল সংগীতশিল্পী। তিনি একাধারে নজরুল সংগীত, ভাওয়াইয়া, ভাটিয়ালি, আধুনিক, দেশের গান এবং উচ্চাঙ্গ সংগীতে বিশেষভাবে পারদর্শী। গান নিয়ে দেশে বিদেশে মঞ্চ কাঁপিয়েছেন সমানতালে। ৮ম শ্রেণিতে পড়া অবস্থায় ১৯৮৮ সালে তিনি প্রথম লন্ডনে ৪টি গানের শো করেন। এভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, অস্ট্রিয়া, দুবাই, ওমানসহ পৃথিবীর ৩০টিরও বেশি দেশে তিনি স্টেজ শো পারফর্ম করেছেন।
তার গানের প্রথম এলবাম বের হয় ৯০ দশকের প্রথম দিকে। সেসময় বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার আইয়ুব বাচ্চুর সুরে মিনুর গাওয়া ‘সে তারা ভরা রাতে’ গানটি এখনও শ্রোতাদের মনে ব্যাপক আলোড়ন তোলে। তিনি সংগীত রচয়িতা শহীদুল্লাহ ফরায়েজী’র লেখা ‘সোনা দানা দামী গহনা’ গানটির জন্যও আজীবন স্মরণীয় থাকবেন। প্লেব্যাক শিল্পী হিসেবেও তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। জানা যায়, তিনি এই পর্যন্ত প্রায় ১০০ বাংলা চলচ্চিত্রের জন্য গান করেছেন।
আলম আরা মিনু সুরকার হিসেবেও কাজ করছেন। ২০২১ সালে বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে ‘শোনো পৃথিবী শোনো’ গানটির সুর করে ব্যাপক প্রশংসা পান তিনি। তার তত্ত্বাবধানে একঝাঁক তারকা শিল্পী গানটিতে পারফর্ম করেন। তারা হলেন, রুমানা ইসলাম, রিজিয়া পারভিন, আলম আরা মিনু, আঁখি আলমগীর, ন্যান্সী, নিশিতা বড়ুয়া, দিলশাদ নাহার কনা, অবন্তি সিথী।
আলাপকালে জানা যায়, বাংলাদেশের জনপ্রিয় এই সংগীতশিল্পী করোনাকালীন দুর্যোগ কাটিয়ে সংগীত নিয়ে নানা পরিকল্পনা করছেন। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি খুব শীঘ্রই গান নিয়ে দেশের বিদেশের অসংখ্য শ্রোতাকে আপ্লুত করবেন নতুনভাবে, নতুনরূপে।