প্রবাস মেলা ডেস্ক: ৩১ ডিসেম্বর ২০১৮ সোমবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও মিডিয়াকর্মী ফুয়াদ হাসান।
ময়মনসিংহের কৃতি সন্তান ফুয়াদ হাসান ইপলে রেডিহোমস (মালয়েশিয়া) এর ডাইরেক্টর। এছাড়াও তিনি ময়মনসিংহ প্রেসক্লাবের সাবেক প্রেসিডেন্ট।
প্রবাস মেলা অফিসে আলাপচারিতার একফাঁকে পত্রিকার সম্পাদক শরীফ মুহম্মদ রাশেদ এর সাথে তিনি ফটোসেশনে অংশ নেন।