রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) আয়োজনে প্রবাসী বাংলাদেশি সকলকে নিয়ে বিশাল এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। উৎসবেমুখর পরিবেশে প্যারিসের সবচেয়ে বড় জনসমাগম ঘটে যা ইতোপূর্বে দেখা যায়নি। প্যারিসের পার্ক দো লা ভিলেত এই বিশাল মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি পরিবারের সদস্যদের ছোট শিশু থেকে শুরু করে তরুণ-যুবক-বয়োজেষ্ঠ্যদের যেন একটি মেলবন্ধন ছিলো।
ঈদ উপলক্ষে কেনা বাহারী রকম নতুন পোষাক পড়ে আবালবৃদ্ধবনিতা যেন একটি মাল্টি কালার বাংলাদেশকে তুলে ধরেছিলো। পুরো পার্কটি দেখে মনে হচ্ছিলো এ যেন ফ্রান্সের বুকে এক টুকরো বাংলাদেশ। উৎসবকে ঘিরে ছিলো খেলাধূলা, রান্না প্রতিযোগিতা,নাচ-গান আর খাবারের আয়োজন।
উৎসবে ফ্রান্স প্রবাসী বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সূধীজন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। উৎসবে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক পরিবার উপস্থিত ছিলো। উৎসবে উপস্থিত অসংখ্য ব্যক্তি এ ধরনের উৎসব আয়োজন করবার জন্য বিসিএফ এর সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামীতেও এই ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা। পরে বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।