রাসেল আহমদ, প্যারিস, ফ্রান্স থেকে: এক বড় স্বপ্ন পূরণ হতে যাচ্ছে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘদিনের প্রচেষ্টায় প্যারিসে স্থায়ী শহীদ মিনার নির্মাণের অনুমতি দিয়েছেন ফ্রান্স সরকার। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী সেন্টে ডেনিস এলাকায় নির্মাণ হতে যাচ্ছে বাংলাদেশের স্থায়ী শহীদ মিনার।
বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শরুফ সদেইল এর দীর্ঘদিনের প্রচেষ্টায় ও আইবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু সহ অনেকেরই সহযোগিতায় অবশেষে সরকার থেকে অনুমতি পেয়েছেন। তবে এই কার্যক্রম বাস্তবায়নের করার লক্ষ্যে অ্যাসোসিয়েশন সিকুয়ানো বাঙালী কর্ণধার জনাব শরুফ সদেইল, আয়েবা এর মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ও অর্থ সমন্বয়ক জনাব এটিএম রেজা এর উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানান শহীদ মিনারের প্রশাসনিক কার্যকলাপ ও নকশা অনুমোদনের কাজ শেষ হয়েছে।
বাংলাদেশের রাজধানী ঢাকায় স্থাপিত মূল শহীদ মিনারের আদলেই নির্মিত হবে এই স্মৃতিস্তম্ভ। এবং সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালে একুশে ফেব্রুয়ারীতে। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রথম স্থায়ী শহীদ মিনারে প্রবাসী বাংলাদেশের সকলকে নিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করতে সক্ষম হবে। এবং পাশাপাশি তারা বলেন, এই কার্যক্রম সফল করতে ফ্রান্সে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বন্ধুদের প্রতি আহ্বান জানান সক্রিয় সহযোগিতার। কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ ইনু বলেন, স্থায়ী শহীদ মিনার নির্মাণ এর উদ্যোক্তা শরুফ সদেইল ও অর্থ সমন্বয়ক জনাব টিএম রাজাকে নিয়ে অতীতে যেভাবে কাজ করেছে তারই ধারাবাহিকতায় নির্মাণকাজ সম্পন্ন করা হবে ইনশাল্লাহ।