রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসে নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে সপ্তমী থেকে দশমী পর্যন্ত দুর্গাপূজার আয়োজন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস। বাংলাদেশ সনাতন ধর্ম সংঘ ফ্রান্স, বাংলাদেশে সার্বজননী পূজা পরিষদ প্যারিস সহ আরো সাত সংগঠন এ পূজার আয়োজন করে।
পূজার চারদিনই উৎসব আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশী হিন্দু ধর্মাবলম্বীরা। প্রতিদিনই প্যারিসের শিল্পী বৃন্দছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের অবস্থানরত বাংলাদেশি ইন্ডিয়ান শিল্পীরা মাতিয়ে রেখেছিল সবগুলো পূজা মন্ডপগুলো। মহাষষ্ঠীতে চণ্ডীপাঠ মহা সপ্তমী ও মহাষ্টমীতে ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা নবমীতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাদশমী তে মিলন উৎসব ,শান্তিবাৱি , সিঁদুর দান , ও ধামাইল। দুর্গা মাকে বিদায় দেওয়া কষ্টদায়ক তারপরও উদযাপনের মধ্য দিয়ে দুর্গা মাকে বিদায় দেওয়া হয়। ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রতিটি পূজা মণ্ডপে প্রদর্শন করেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রদান করেন।

উপস্থিত ছিলেন বাংলাদেশে সার্ব জননী পূজা পরিষদ এর আয়োজক সুফল অধিকারী, শ্যামল দাস, বাংলাদেশ সনাতন ধর্ম সংঘেৱ সভাপতি বালারাম রাজ সাধারণ সম্পাদক শিশির মল্লিক, বাংলাদেশ পূজা পরিষদ প্যারিসের সভাপতি সঞ্জয় কুমার দেব মিন্টু ও সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেব ছাড়াও আরো অনেকেই।

এধরনের বড় আকারের আয়োজন করতে পেরে আয়োজকরা অনেক আনন্দ প্রকাশ করেন এবং তারা বলেন, প্রতি বছরই আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব । এর ফলে প্রবাসের মাটিতে বাংলাদেশের সাংস্কৃতিক কৃষ্টি-কালচার তুলে ধরতে সক্ষম হবে।প্যারিস সহ প্যারিসের বাইরে থেকেও অতিথিরা আসেন পূজা পর্যবেক্ষণ করার জন্য।অতিথিরা বলেন প্রবাস মাটিতে পরিবার ছাড়াও বাংলাদেশ কমিটির সাথে একসাথে পূজা উদযাপন করতে পেরে অনেক আনন্দ প্রকাশ করেন এবং তারা বিশ্বাস করেন দুর্গা মায়ের আগমনে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনবে। প্রতিদিনই অতিথিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।