জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ক্রিকেটই হোক মাদক নিরাময়ের হাতিয়ার। এই স্লোগানকে সামনে রেখে ২০১৯ সালে পথ চলা শুরু করে ন্যাশনাল ইয়ুথ ক্রিকেট লীগ। আয়োজন করতে থাকে একের পর এর ক্রিকেট টুর্নামেন্ট। তারই ধারাবাহিকতায় ৩১ জুলাই ২০২২, রবিবার অনুষ্ঠিত হয় এবারের টি২০-২০২২ লীগের চূড়ান্ত পর্ব। পূর্ব লন্ডনের ভিক্টোরিয়া পার্ক ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত টুর্নামেন্টের বিকাল তিনটায়
ফাইনাল খেলা শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও ব্রিটিশ জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে। চূড়ান্ত পর্বে সিটি বয়েজ সিসি মুখোমুখি হয় রয়েল টাইগার্স এস সি’র বিপক্ষে। তুমুল প্রতিযোগিতা পূর্ণ এ খেলায় সিটি বয়েজ সিসি চ্যাম্পিয়ন ও রয়েল টাইগার্স এস সি রানার আপ হবার গৌরব অর্জন করে। খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ, ম্যান অফ দা ম্যাচ ও টপ স্কোর এর হাতে ট্রফি তুলে দেন যথাক্রমে সংগঠনের সভাপতি হাসানুল হক বান্না, পরিচালক মীর আউয়াল তারেক, সাধারণ সম্পাদক ও আইটি পরিচালক আরিফ হোসেন, উপদেষ্টা মনোয়ার হোসেন ও তরিকুল ইসলাম। চ্যাম্পিয়ন রানার্সআপ দল ট্রফি ছাড়াও প্রাইজ মানি হিসাবে পান যথাক্রমে ১০০০ ও ৫০০ পাউন্ড।
বিপুল সংখ্যক ক্রিকেট প্রেমির উপস্থিতিতে ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে এ জেট এম জনি ও টপ স্কোরার আব্দুল মুনিম। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্যরা ছিল লাইয়ন্স এস সি, স্টেপনি রয়্যালস সিসি, সুপারনোভা সিসি ও ইউনাইটেড এস সি। দর্শক, খেলোয়াড় এবং উপস্থিত সকলের জন্য খাবার, পানিয়, মিউজিক ও ড্রোন ক্যামেরা সহ নানা কিছুর আয়োজন করে চ্যাম্পিয়ন দল সিটি বয়েজ সিসি।